নিজস্ব প্রতিনিধিঃ গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সারাদেশের ন্যায় সিলেটেও আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি ও মেয়রসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের অব্যাহত রয়েছে। ইতোমধ্যে ছাত্রআন্দোলনে হামলার ঘটনায় নগরীর বিভিন্ন থানায় অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়েছে।
এবার দক্ষিণ সুরমার শিববাড়ী এলাকায় ৪ আগস্ট ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় মোগলাবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার মামলাটি দায়ের করেন ওই দিন হামলায় আহত যুবক দক্ষিণ সুরমার বদিকোনার বলদী গ্রামের বাসিন্দা হেলিম হোসেন।
মামলায় সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব, সাবেক সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ ১৪৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়। মামলাটি রেকর্ড করেন মোগলাবাজার থানার ওসি ফয়সাল আহমদ।
মামলার উল্লেখযোগ্য অন্যান্য আসামিরা হলেন- জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম (৩৫), সাধারণ সম্পাদক রাহেল সিরাজ (৩০), আওয়ামী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে থেকে সাইফুল ইসলাম (৬০), শামীম আহমেদ (৪২), বদরুল ইসলাম (৪৫), ছদরুল ইসলাম (৪৪), জাকির হোসেন (৫২), আব্দুর রহমান (৫৭), রজত কান্তি (৫০), কাউন্সিলার এস.এম শওকত আমিন তৌহিদ (৪৬), তোয়াহিদুল ইসলাম তুহিন (৪০), ওয়েছ আহমেদ (৪৮), মাহদাতুজ্জামান তুহা (৪৮), রুস্তম আলী (৫৫), মো: জামিলুর রহমান (৩৭), ফয়সল আহমেদ (৩৭), জাকির হোসেন (৩৯), আজহার (২৯), হারুক আহমেদ উরফে কালা ফারুক (৫০), জাহেদ আহমেদ (৩৮), তুহিন আহমেদ চৌধুরী (৩৮), আব্দুর রহমান (৩৩), কুতুব উদ্দিন (৪১), লিটন মিয়া (৪৯), নিলবর (৫৫), শফিক মিয়া (৪৬), জুনেদ আহমেদ (৪৫), আলা উদ্দিন আলাই (৩৬), আব্দুল মালেক (৩৮), মালাই (৩৬), ফয়জুল হক বাতুশা (৪৮), মানিকুর রহমান মানিক মিয়া (৪৮), আনোয়ার হোসাইন (৪০), মিটুন (৩৪), সৌরভ আহমেদ (২২), শামীম আহমেদ (৪৫), শাহীনুর রহমান শাহীন (৩৮), সেলিম মিয়া (৫২), রোমান মিয়া (৩৫), আরমান মিয়া (২২), নুরুল ইসলাম (৪৫), মজনু মিয়া (৪৩), তারেক আহমেদ (২৮), কয়ছর আহমেদ (২৭), ইকবাল আহমেদ (৩৬), মোহাম্মদ রুকন মিয়া (৪৫), আলী হোসেন (৩০), জমির আলী (৩৯), আব্দুর রাজ্জাক (৪৩), এম,জি রাসুল খালেক আহেমদ (৬৫), ইউসুফ মিয়া (৪৫), মো: মাসুম আহমেদ (৪০), ছালেক আহমেদ ছালিক (৫০), সুলতান আলী মনসুর (৪২), মো: আবুল হোসেন (৩৭), মো: ছুরত আলী (৪৭), আব্দুল মতিন (৪৫), মোস্তাকুর রহমান মঞ্জুর (৫৫), তুহিন মিয়া (৪০), চঞ্চল পাল (৪২), সৈকত চন্দ্র রিমি (৩৮), কছির আলী (৩৮), মো: ফারুক মিয়া (৪০), আব্দুল আহাদ রকন (৪১), আবজারুল হক (৩৮), সাইফুর রানা (২৮), মুমিনুল হক টনি (৪৫), আলী হোসেন (৪০), আব্দুল খালিক (৫২), মো: রমিজ উদ্দিন (৩১), ফাহাদ বিন আইয়ুব (২৮), শাহরিয়ার হোসেন শাকিব (২৭), জুবায়ের আহমেদ সানি (২৬), আবুল কালাম আজাদ লস্কর (৪৫), ময়নুল হক (৩৮), আবজাল আবেদীন আবুল (৪৭), আব্দুল মোমেন (৪২), ফয়সল আহমেদ (২৮), তেরা মিয়া (২৯), শাহজালাল (২৮), সালাউদ্দিন (৩৭), জয়নাল আবেদিন (৩৩), মো: কাওছার আহমেদ (৩৩), ইছাক আলী (৩৫), গেদন মিয়া (৪৫), ইসলাম আলী (৪৫), হেলাল আহমেদ (৪০), বদরুল আলম (৪১), মুহিবুর রহমান দিলু (৩৫), তুলা মিয়া (৪০), বাবলু মিয়া (৪২), নুরুল ইসলাম (৪৫), লিমন দেব (৩০), হাবিবুর রহমান (৩০), আছান উল্লাহ (৪৫), ইমন দেব (২৯), শাহেদ আহমেদ (৩৬), শাহিন আহমেদ (৩৩), কছির মিয়া (৪০), আব্দুল কুদ্দুস চৌধুরী (৪০), ফারুক উদ্দিন (৫০), সরফ উদ্দিন (৫০), শেখ জিল্লুর রহমান (৩৮), সিরাজুল ইসলাম শামীম (৫০), মো: কিবরিয়া আহমেদ (২৮), মো: আব্দুল্লাহ (৩০), রিয়াদ খান (২৩), তপু রায়হান দিপু (২৫), আশরাফ সিদ্দিকী (৩৯), দিলহাস (২৪), আরিফ আহমেদ পলাশ (৩৫), আলী হোসেন ফজল (৫০), আব্দুল বাছিত (৩৫), মামুন উদ্দিন (৩০), জাহাঙ্গীর আলম (৩৫), আল মাহমুদ সাবিল (৩০), জমির আলী (৩০), আমিনুল হক (৩৫), আতিকুর রহমান (৩০), আজির মিয়া (৫০), সাব উদ্দিন সাবুল (৪৫), মুজিব মিয়া (৪০), ফয়সল মিয়া (৩৮), জামান মিয়া (৫২), তোতা মিয়া (৪৮), রাহি আহমেদ (৩৫), তানভীরুল হাসান সুমন (৩৮), সৈয়দ ফায়েদ আলী (৩৭), মো: কাওছার আহমেদ (৩৫), সায়েম মিয়া (৩৩), আব্দুস সামাদ (৩২), কাওছার আহমেদ রিফাত (২৫), নাজমুল ইসলাম (২৪), ইমন আহমেদ (২৪), মোশাহিদ আলী (২৭), আব্দুল মুমিন রাহি (২৫), আতিকুল ইসলাম রানা (৩৩), মোস্তাক চৌধুরী (৪৫), মো: ফয়সাল আহমেদ (৫৫), মকছুদ খান (৫০), আব্দুর রহমান সেলিম (৫০), অজুদ মিয়া (৪৫) ও শাহ শফিকুল আলম (৫০)।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে- গত ৪ আগস্ট বেলা ২টার দিকে শিববাড়ী এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিল চলাকালে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবৈধ আগ্নেয়াস্ত্রের পাশাপাশি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করা হয়। এতে মামলার বাদীসহ অসংখ্য নেতাকর্মী গুলিবিদ্ধ ও গুরুতর আহত হন।