Home Bangladesh ক্যাম্পাসে রাজনীতি কাদের জন্য থাকবে?

ক্যাম্পাসে রাজনীতি কাদের জন্য থাকবে?

by Londonview24
0 comment

ক্যাম্পাসে ছাত্র ইউনিয়ন বা যেকোনো বামপন্থী দল ছাড়া আর কোনো রাজনৈতিক দল আমি চাই না। লাউড এন্ড ক্লিয়ার।

ছাত্র শিবির? খেলাফতে মজলিস? বা যেকোনো ইসলামি দল? না। কারণ ওরা ধর্মভিত্তিক রাজনীতি করে। এদেরকে ক্যাম্পাসে রাখলে তালেবানি কালচার নিয়ে আসবে। ইসলামিক এজেন্ডা বাস্তবায়ন করবে। যা আমাদের ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে বাধা হয়ে দাঁড়াবে।

ছাত্রদল? ভুলেও না। ওরা তো ছাত্রলীগের পুরাই কপি। ক্যাম্পাসে ঢুকেই তাদের নেতার আদর্শ বাস্তবায়ন করবে। আবার ক্যাম্পাসে সন্ত্রাসবাদ ফিরিয়ে আনবে।

ছাত্র অধিকার পরিষদ? না না। নুরুর এই দলকেও ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে। এরা সুযোগ পাইলেই একেকটা সন্ত্রাস হয়ে ওঠে৷

এক কথায় আবারো রিপিট করি, ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি থাকা যাবে না, না, না। কারণ সবাই এসেই যার যার মতাদর্শ বাস্তবায়ন করবে আর ক্যাম্পাসকে আগের মতো কলুষিত করবে।

তবে, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট বা যেকোনো বামপন্থী দলকে ক্যাম্পাসে রাখা চাই। কারণ এই দলগুলোর কোনো এজেন্ডা নাই। এরা তাদের মতাদর্শ বাস্তবায়নে কাজ করবে না। এরা শুধু গ্রাফিতি আঁকবে, রাস্তা রাঙ্গাবে, গাছতলায় লালনগীতি গাইবে, ছেল-মেয়ে নির্বেশেষে কানে ফুল দিয়ে ঘুরবে, প্রেম করবে, স্বাস্থ্যসম্মত পাতা খাবে, টিপের বিরুদ্ধে কেউ কিছু বললে কথা বলবে৷ এই তো!! এরকম শান্ত,স্নিগ্ধ জলের মতো নরম দলগুলোকে ক্যাম্পাসে রাখার তীব্র দাবি জানাই।
লিখনির গভীরতা বুঝার চেষ্টা করুন।স্বৈরাচার সরিয়ে কাদের এনে আবার বসালেন ভাবেন একবার।

নাজমুল ইসলাম (লেখক এবং রিসার্চার এনালিস্ট Londonview24)

You may also like

Leave a Comment