নিজস্ব প্রতিবেধকঃ
বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, অবৈধ তফসিল বাতিল করে কেয়ারটেকার সরকারের অধিনে নির্বাচন ও রাজনৈতিক নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহার এবং মুক্তির দাবিতে গত সোমবার, ২০ নভেম্বর ২০২৩ যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশন ঘেরাও এবং মানববন্ধন করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ‘নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’ (এনবিসি ইউকে)। লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের সভাপতি মুসলিম খানের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী রায়হান আহমদের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রফিক আহমদ।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলায়েন্স অফ হিউম্যান রাইটস জিফেন্ডারস ইন দি ইউকে এর আহবায়ক ও বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সচিব শামসুল আলম লিটন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি আশিকুর রহমান আশিক, দৈনিক আমার দেশ ইউকের নির্বাহী সম্পাদক নির্বাসিত মজলুম সাংবাদিক অলিউল্লাহ নোমান, এলায়েন্স অফ হিউন্যান রাইটস ডিফেন্ডারস ইন দি ইউকের জয়েন্ট কনভেনর ব্যারিষ্টার আফজাল জামি এবং মেজর (অব:) সৈয়দ সিদ্দিকি।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী, গণতন্ত্র ধ্বংসকারী, ভোট ডাকাত শেখ হাসিনার তাবেদার নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে একতরফা নির্বাচনের ষড়যন্ত্র করছে। জামায়াতের নিবন্ধন বাতিল এবং বিএনপি ভাঙ্গার চেষ্টা সেই ষড়যন্ত্রেরই অংশ। দেশের জনগণ দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন হতে দিবে না, তারা ভোটের অধিকার ফিরে চায় এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সকল দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন চায়।বক্তারা সরকারের উদ্দেশ্য বলেন, অবিলম্বে তফসিল বাতিল করতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। বিরোধীদলের নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে ও গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি দিতে হবে।গুম হওয়া মানুষদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে, খুনিদের বিচার করতে হবে।এসব দাবিতে তারা বাংলাদেশ হাইকমিশনের কাছে স্মারকলিপি প্রদান করেন এবং হাইকমিশনকে জনগণের প্রতিনিধি হিসেবে সরকারের কাছে তা পৌঁছে দেয়ার আহবান জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এনবিসি ইউকের সহ-সভাপতি মো: আসয়াদুল হক, আমিনুল ইসলাম মুকুল, আলী হোসাইন, সাবেক সভাপতি শামিমুল হক, মানবাধিকার কর্মী মো: ইকবাল হুসেন,শরিফ আহমদ মোর্শেদ,মো: ফজল আহমদ,মো: মিফতা উদ্দীন,মো: আলা উদ্দীন খান,আমিরুল মোমিন রেজা,হুমায়ুন আহমদ,মিজানুর মিয়া,সাবের আহমদ,আব্দুল মুনিম খান,ফখরুল মিয়া,নজরুল ইসলাম,আহমদ আলী, মো: অলিউর রহমান,হামীম আক্তার আলো,মিনহাজ আহমদ,সায়েম আহমদ,ওয়াকিল আহমদ,মো: তাজুল ইসলাম,মো: আমিনুল ইসলাম সফর,আব্দুল্লাহ আল নায়িম,কবির আহমদ,আশেক ইমাম খান,আব্দুল ওয়ালী শামীম,মোশাররফ হোসেন,এম এ শামীম,মনিরুজ্জামান খান,ইমাম আহমদ,রাহেল আহমদ,ইকবাল হোসাইন, মোঃ কামরুল হাসান ভুঁইয়া, মোঃ অহিদুল ইসলাম, রোহান তারিক,মো: এমদাদুল হক প্রমুখ।
এছাড়া মানববন্ধন ও ঘোরাও কর্মসূচীতে উপস্হিত ছিলেন সংগঠনের সেক্রেটারী তাহমিদ হোসেন খান,মো: আমিনুর রহমান,শিপানুর রহমান,একে এম তারেক,মঈন উদ্দীন,মোছা: নিপা বেগম,
সুমেনা বেগম,ইসলাম উদ্দীন,মো: ছাবিদ মিয়া,শফিউল আরফিন জুনেদ,জাকির হোসেন, তোফায়েল আহমদ,জাকারিয়া হোসেন,জুলফু আহমদ, মোহাম্মদ শামসুল ইসলাম কবির,মো: আবুল কালাম আজাদ,মো:নেছার মিয়া,আমিনুল হক,রুহেল আহমদ সুমন,পারভেজ আহমদ, হাবিবুর রহমান,মো: ফাহাদুজ্জামান,মো: মারুফ আহমেদ,আবু ছাঈদ ওমর,মাধব শর্মা,তারেক হাসান,রহমান মিয়া,মো: আলী আকবর,শাহ মো: ওহিদুর রহমান,মো: আব্দুল মুনিম খান,ইরফানুল হক রাব্বী,আহমেদ মুশফিকুর হক,তোফায়েল আহমদ,মো: মইনুল ইসলাম,এম আশরাফ উদ্দীন,মো: বদরুজ্জামান,আবু রেদওয়ান, মাযহারুল হক মাহদী,মো: সুহেল আহমদ, হামজাদুল হক মোয়াজ,এম এম ইয়াজদীন, মোশাররফ হোসেন,আবু তাহের নাহিম,হিফজুর রহমান,খালেদ নুর রহমান, মো: রুবেল নুর,সাজ্জাদ নুর,জুবায়ের আহমদ, মো: মাহফুজুর রহমান,মো: অহিদুজ্জামান,এবাদুর রহমান,মো: কিবরিয়া আহমদ চৌধুরী,এডভোকেট রোকসানা আক্তার,মো: কামাল হোসেন,নাসির হোসাইন অপু,জুবের আহমদ,কামরুল হাসান নাসিম,মো: আবির,ইসহাক আহমদ,মো: তোফায়েল,মো: রাইহান মিয়া,তাজ উদ্দীন,তানভির আহমদ,এম এ শামীম,কাজী মোজাম্মেল হোসাইন,শাহিন আহমদ,মো: সিফাত,মো: কাওছার আহমদ,মো: জিয়াউর রহমান,মো: লোকমান আহমদ,শামীম আহমদ,মো: জামাল উদ্দীন,তামজিদুর রহমান মুরাদ,মাহফুজ আহমদ চৌধুরী,মো: শহিদুল ইসলাম,মো: সিরাতুল ইসলাম আবির,আনোয়ার হোসেন,সেবুল আহমদ,তানিম আহমদ,নুমান আহমদ,মারুফ আহমদ,মোহাম্মদ মাজেদ হোসেন,মো: আশরাফুল আলম,সোহেল আহমদ,দেলওয়ার হোসেন,রাসেল,আশরাফুল আলম,মো: ছালিক আহমদ,আবুল মনসুর কোয়েল,আল মামুন,নুরুজ্জামান আহমদ,মো: নাজমুল হোসেন সোহাগ,ফেরদৌসি আক্তার রুনা,রিপা বেগম,সাথী আক্তার,মো: আব্দুল মুহিত,মো: রাকিবুল ইসলাম মাহিন,আজাদ আহমদ,রেজাউল করিম,মো: এমদাদুল হক,মো: আবুল কাশেম,মো: সামসুদ্দীন,মেরাজুল ইসলাম,তানভীর হোসেন,বুরহান উদ্দীন,হানিফ রাব্বানী,রাহেল আহমদ,সুফিয়া পারভীন,পারভীন চৌধুরী,সাহেল আহমদ,রোকসানা হক তারিন,মো: আব্দুল আহাদ,মো: রবিউল ইসলাম তামিম,তারেক আল মাহদী,হাফিজ ওয়েছ আহমদ, জুনের আহমদ প্রমুখ।