নিজস্ব প্রতিবেদকঃ
যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন “রাইটস অফ দ্যা পিপল” ও ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল এর যৌথ উদ্যোগে গত ৩০ অক্টোবর সোমবার ২০২৩ পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে রক্তাক্ত ২৮ অক্টোবর ২০০৬ এর লগি-বৈঠার তান্ডবসহ সকল গুম-খুনের বিচার দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল এর সভাপতি মো : রায়হান উদ্দিন এর সভাপতিত্বে এবং সেক্রেটারী বুরহান উদ্দিন চৌধুরী ও রাইটস অব দ্যা পিপল এর সেক্রেটারি ফয়েজ আহমদ এর যৌথ পরিচালনায় উক্ত সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন ছাত্রশিবির সিলেট মহানগর এর সাবেক ছাত্রনেতা , রাইটস অব দ্যা পিপল এর সভাপতি আসাদুজ্জামান শাফি,
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগরীর সাবেক সেক্রটারি সিরাজুল ইসলাম শাহিন।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দীয় অফিস সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মোঃ শামসুল আলম গোলাপ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাইটস অব দ্যা পিপল এর উপদেষ্টা সৈয়দ জুলকারনাইন জুম্মা ও এফআরআই এর সিনিয়র সহ সভাপতি মোঃ তরিকুল ইসলাম।
সভায় প্রধান অতিথি বলেন, একজন প্রতোক্ষ দর্শি হিসেবে ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে দূর থেকে রিমোর্ট কন্ট্রোলের মাধ্যমে বিদেশী শক্তির ইশারায় ক্ষমতালোভী শেখ হাসিনা অবৈধ ভাবে ক্ষমতায় আসার নীল নকশা এঁকেছিলো।তিনি ২৮ অক্টোবরের ঘটনাকে পলাশীর সাথে তুলনা করে তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর, বিশ্বাসঘাতকদের সহযোগিতায় লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ মেরে লাশের ওপর নৃত্য করেছিলো আওয়ামী হায়েনারা।বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি ছিলো প্রথম ঘটনা।তিনি এই হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচার দাবি করেন এবং অবিলম্বে জামায়াত আমীরসহ কারাগারে আটক সকল বিরোধী নেতা কর্মিদের মুক্তি দেয়ার আহবান জানান।
এসময় তারা বিভিন্ন প্রকার স্লোগান এর মাধ্যমে বাংলাদেশে চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন এবং সকল প্রকার অন্যায় ও জেল জুলুম এর প্রতি নিন্দা প্রকাশ করেন।
উক্ত সভায় উপস্থিতিদের মধ্যে আরো বক্তব্য রাখেন রাইটস অফ দ্যা পিপল এর সিনিয়র সহ সভাপতি নূরুল ইসলাম মাসুদ,সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম,সহ সভাপতি আব্দুল্লাহ আলামিন, সহ সাধারণ সম্পাদক রোহান তারিক, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস,
উক্ত প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন
জুবায়ের আহমেদ সিদ্দিকি সুইট, আবদুল্লাহ নাঈম, মোহাম্মদ কামরুল হাসান ভুইয়া,পীরজাদী তাছনীয়া হোসেইন তমা ,নাইম আহমদ
, মোঃ রাসেল খান , মোঃ কামরুল , ইকবাল হোসাইন,সাইদা রিপা বেগম ,আসদুল ইসলাম লাকী ,জাহিদুল ইসলাম, রেজাউল করিম ইমন,মোহাম্মদ শামসুল ইসলাম কবির ,ওয়াকিল আহমদ,ইশতিয়াক হোসেন ,মোঃ অহিদুল ইসলাম, ,হাবিবুর রহমান ,রিজভী উদ্দিন আহমেদ, দেলওয়ার হোসেন ,মোঃ তাহমিদুল ইসলাম , হামীম আক্তার আলো ,ইরফানুল হক রাব্বী,মোঃ ইমরান আহমদ কামিল, রায়হান উদ্দিন , মোঃ সাইফুর রহমান , মোঃ ইকবাল হোসেন ,আবু হাসান, মোঃ নুরুল ইসলাম , আজিজুর রহমান , রাইয়ান আহমদ ,শাহ আলম, এহসান রহমান ,
দেলওয়ার হোসেন লোদী, সোহেল আহমদ ,রিজভী উদ্দিন আহমেদ ,আশরাফ চৌধুরী শুভ, মোঃ বিপ্লব মাহমুদ ,মামুনুর রশীদ , মোহাম্মদ ফখরুল ইসলাম, সায়েক আহমদ সহ প্রমুখ।