আদিলুর রহমান খানের বিরুদ্ধে ফরমায়েশি রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ রাইটস অব দ্যা পিপলের।
শাপলা হত্যাকান্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশের কারণে মানবাধিকার কর্মী আদিলুর রহমান খানের ২ বছরের সাজা দিয়েছে আদালত, যা ফ্যাসিবাদি আচরণের বহিঃপ্রকাশ বলেছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন রাইটস অব দ্যা পিপল। সংগঠনটির সভাপতি আসাদুজ্জামান সাফি এবং সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদের যৌথ বিবৃতিতে উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, অনতিবিলম্বে আদিলুর রহমান খানের বিরুদ্ধে এই ফরমায়েশি রায় প্রত্যাহার করে তাকে নি:শর্ত মুক্তির দাবি জানান। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন রাইটস অব দ্যা পিপল সবসময় মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে যে কোনো অন্যায় অবিচার এর প্রতিবাদ অব্যাহত রাখবে।
প্রেস বিজ্ঞপ্তি